দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন, সেক্রেটারি মো. মমিনুর ইসলামও ট্রেজারার পদে জনাব লরেন্স অলি গোমেজ নির্বাচিত হন।
গতকাল (শুক্রবার) খুলনার সিএমএভবনে অনুষ্ঠিত কেবিসি এর এক সভায় তাদেরকে ২০২৫ সালের জন্য নির্বাচিত করা হয়। কাউন্সিলসভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান কে. এম. নেয়ামুল হক।
নতুন চেয়ারম্যান আজিজুর বর্তমানে ইর্স্টান ব্যাংক পি.এল.সি এর মোংলাশাখার ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। ভাইস চেয়ারম্যান এস. এম. জাকির হোসাইন পাওয়ার গ্রিডকোম্পানি বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সেক্রেটারি মো. মমিনুর ইসলাম ইরকন ইন্টারন্যাশনাললিমিটেডের ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ট্রেজারার লরেন্স অলি গোমেজ বসুন্ধরা গ্রুপ (সিমেন্ট ইউনিটমোংলা প্লান্ট) এর হেড অব একাউন্টস পদে কর্মরত আছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.