রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৮৩

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২৮৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাত, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপিসহ অন্য বাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর ৫০টি থানা এলাকায় ৫৮৬টি টহল টিম কাজ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৫টি চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর ১২টি এবং র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করেছে। বিশেষায়িত ইউনিট এপিবিএনও ২০টি চেকপোস্ট পরিচালনা করেছে।

তিনি আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানের ধারাবাহিকতার অংশ হিসাবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮৩ জনকে গ্রেফতার করা হয়। এ মধ্যে ৮ জন ডাকাত, ২৬ জন সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ, ২০ জন চোর চক্রের সদস্য, ১৬ জন চিহ্নিত মাদক কারবারি এবং ৩১ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৩০০ রাউন্ড গুলি, তিনটি চাকু, তিনটি সুইচ গিয়ার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও ১০ লিটার দেশি মদ, ১২১ পিস ইয়াবা, ১.২৫ কেজি গাঁজা ও ১২.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৪টি মামলা রুজু হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.