হোয়াইট হাউসে প্রথমবারের মতো আগামী ৭ মার্চ ক্রিপ্টোকারেন্সি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
শনিবার (১ মার্চ) ট্রাম্প প্রশাসনের এআই এবং ক্রিপ্টো জার ডেভিড স্যাক্স এ ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা।
ডেভিড স্যাক্সের বরাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে বিশিষ্ট প্রতিষ্ঠাতা, সিইও এবং ক্রিপ্টো জগতে বিনিয়োগকারীদের পাশাপাশি যারা মার্কিন প্রেসিডেন্টের ডিজিটাল সম্পদ নিয়ে কাজ করেন তারাও উপস্থিত থাকবেন।
‘আমেরিকার প্রথম ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প সম্মেলনে বক্তব্য রাখবেন বলেও বিবৃতিতে জানানো হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.