গাছ রক্ষায় বন বিভাগের সাথে কাজ করছে ব্র্যাক ব্যাংক

গাছের সুরক্ষায় বন বিভাগের নেওয়া পেরেক উত্তোলন কর্মসূচিতে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ও বন বিভাগের উদ্যোগে নেওয়া এই কর্মসূচির আওতায় দেশের ১০টি জেলায় গাছপালা থেকে পেরেক তোলা হয়েছে।

সারাদেশে বিজ্ঞাপন ও অন্যান্য উদ্দেশ্যে গাছের গায়ে নির্বিচারে পেরেক ঠোকানো হয়। ফলে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই গাছ অকালে মারা যায়। এটি পরিবেশের ভারসাম্যকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়টি অনুধাবন করে বন অধিদপ্তরের বন বিভাগ গাছ থেকে পেরেকসহ অন্যান্য ক্ষতিকর বস্তু উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক।

এর আগে ৩১ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকার ধানমন্ডি এলাকায় পেরেক তোলা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

২৬ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় একযোগে ১০টি জেলায় পেরেক উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো: সিলেট, ফেনী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, বগুড়া, রাজশাহী ও রংপুর। প্রতি জেলার অনুষ্ঠানে জেলা প্রশাশক, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বরিশালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।

এই ব্যতিক্রমী উদ্যোগের প্রধান লক্ষ্য হলো, ক্ষতিগ্রস্ত গাছগুলোকে পেরেক থেকে মুক্ত করা এবং ভবিষ্যতে মানুষ যেন এরকম কাজ না করে, সেজন্য সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

বন বিভাগের সাথে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের বিষয়ে সাব্বির হোসেন বলেন, “গাছেরও যে প্রাণ আছে, আমরা মানুষেরা প্রায়ই তা ভুলে যাই। আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই আমাদের গাছকে রক্ষা করতে হবে। বন বিভাগের এই প্রশংসনীয় উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমরা বেশ আনন্দিত। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ দেশের মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবে।”

দেশের মোট আয়তনের তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। এরকম নাজুক পরিস্থিতিতে গাছ রক্ষায় এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যাংকটির সিএসআর উদ্যোগ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তা মানুষকে উপকৃত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.