এক্সিম ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির ১৩০ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অধ্যাপক ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতী, হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ খাইরুল্লাহ এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীআহ্ পরিপালন সংক্রান্ত বিষয়াবলী বিস্তারিত আলোচনা করে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.