অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার আরও ৭৪৩

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯১৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুরে ‘ছাত্র-জনতার’ ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত ৮ ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.