টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের । আজ পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে । এই ম্যাচে জিতলেও বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি হবে না, হারলেও বড় কোনো অপ্রাপ্তি থাকবে না। তবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চাইবে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশকেই ফেভারিট ধরা যায়। গত আগস্টে এই মাঠেই পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। অবশ্য এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। দিনের শুরু থেকেই আবহাওয়া ছিল গুমট।
যখন টস শুরু হওয়ার কথা সেই সময়ই বৃষ্টি হানা দেয়। এর ফলে নির্ধারিত সময়ে টস মাঠে গড়াতে পারেনি। ফলে ধরে নেয়াই যাচ্ছে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না। এই মাঠেই সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ক্রিকফ্রেঞ্জির প্রতিনিধি তাসফিক পলক রাওয়ালপিন্ডি থেকে জানিয়েছেন আগের দিন রাতেও বৃষ্টি হয়েছে সেখানে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.