‘জিজ্ঞাসাবাদের সময় ইসরাইলি কারারক্ষীরা এসিড ঢেলে দিয়েছিল’

ইসরাইলের কারাগারে জিজ্ঞাসাবাদের সময় একজন ফিলিস্তিনির শরীরে এসিড ঢেলে দেয়ার মতো বর্বরতা দেখিয়েছে দখলদাররা। মোহাম্মদ আবু তাওয়িলা নামে এক বন্দী এই অভিযোগ করেছেন।

সম্প্রতি তিনি ইসরাইলি বন্দীশালা থেকে মুক্তি পেয়েছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় ইসরাইলি জেলাররা তার শরীরে এসিড এবং অন্যান্য রাসায়নিক ঢেলে দেয়।

আবু তাওয়িলাকে গাজা থেকে অপহরণ করা হয় এবং চোখে ঘুষি মারাসহ তাকে প্রচণ্ড মারধর করা হয়। তাকে ক্লোরিন, থালা-বাসন ধোয়ার তরল, লন্ড্রি ডিটারজেন্ট, সাবান এবং এয়ার ফ্রেশনারসহ রাসায়নিক পদার্থ দিয়ে নির্যাতন করা হয়। তিনি বলেন, তিন দিন আমার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আমার চোখেও নির্যাতন করা হয়। হাড়ের মতো শক্ত কিছু লাগানো গ্লাভস পরে একজন আমার চোখে ঘুষি মারতে থাকে।

ইসরাইলি সেনারা এসিড এবং অন্যান্য রাসায়নিক পদার্থ দিয়ে নির্যাতন করার পর তার শরীরে কী প্রতিক্রিয়া হয়েছে তা দেখার পর তাকে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করে।

আবু তাওয়িলা কুখ্যাত ওফের সামরিক কারাগারে স্থানান্তরিত হওয়ার আগে কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলেন। তিনি জানান, ইসরাইলিরা নির্যাতন ও মারধরের পাশাপাশি অপমান, ক্ষুধার্ত রাখা এবং ঠাণ্ডায় বসিয়ে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে। এমনকি তার ওপর কুকুর লেলিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটায়। বর্বর ইসরাইলিরা ফিলিস্তিনি বন্দীদের মুখে লাথি মারতো বলে জানান আবু তাওয়িলা। পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.