এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: অজি অধিনায়ক

হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল।

এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না চোটের কারণে। তার অবর্তমানে অজি দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। অবশ্য কামিন্সসহ ৫ তারকা ক্রিকেটারকে ছাড়াই এই বিশ্ব আসরে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই তারা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বড় চমক দেখিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে ভিন্ন গ্রুপে।

কামিন্স ইয়াহু অস্ট্রেলিয়াকে বলেছেন, ‘আমি মনে করি এটা ভালো যে টুর্নামেন্টটা হচ্ছে। কিন্তু, এটাও স্পষ্ট যে, ভারতকে এক বিশাল সুবিধা পাচ্ছে। কারণ, তারা একই মাঠে সব ম্যাচ খেলছে। ইতিমধ্যে স্পষ্ট যে, তারা বেশ শক্তিশালী দল এবং সেই দল এই সুবিধাটা পাচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণও ব্যাখ্যা করেছেন কামিন্স। জানিয়েছেন দ্বিতীয় সন্তানের জন্মের সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন। সেই সঙ্গে গোড়ালির চোট সেরে না ওঠার কারণে তাকে এই টুর্নামেন্ট থেকে সরে যেতে হয়েছে। কামিন্স এই ইনজুরির সময়টায় পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে কাজে লাগাচ্ছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.