ময়মনসিংহে পিকআপভ্যান ভর্তি বিদেশি মদ জব্দ, চালক গ্রেফতার

ময়মনসিংহে পিকআপে করে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় ২৫৩ বোতল মদ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পিকআপটি জব্দ করে চালককে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াছিন (২৬)। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচূড়া গ্রামে।

র‍্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, শেরপুর ও নেত্রকোনা থেকে আসা বিভিন্ন যানবাহনে র‍্যাব টানপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ওই পিকআপটি র‍্যাবের তল্লাশিচৌকিতে না থেমে বেপরোয়া গতিতে অতিক্রম করে। পরে পিকআপটিকে ধাওয়া করে আটকানো হয়। তবে মাদক কারবারি পালিয়ে গেলেও চালককে আটক করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ২৫৩ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

তিনি বলেন, পিকআপের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.