সিটিজেনস ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন আবদুল লতিফ

সিটিজেনস ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ আবদুল লতিফ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লতিফ সিটিজেনস ব্যাংকে যোগদানের পূর্বে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ
ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান ও জোনাল হেড হিসেবে একনিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.