শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ন্যাশনাল ইকোনমিক্স কনটেস্ট-২০২৫ এর আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইকোনমিক্স ক্লাব।
গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ক্লাব এবং দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে শতাধিক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএভিপি মোঃ জাকির হোসেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মুন্তাসির চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তরের উপদেষ্টা ইসমাত শিরীন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.