অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন ” দেশের বিভিন্ন জেলায় একের পর এক ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটছে। গত সোমবার রাজশাহীগামী চলন্ত বাসে ভয়াবহ ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
ঘটনায় তাৎক্ষণিক সহযোগিতা তো দূরে থাকুক যাত্রীরা পুলিশের কাছে গিয়ে আরও হেনস্তার শিকার হয়েছেন। একুশে ফেব্রুয়ারিতে ফুল তুলতে গিয়ে শিশু ধর্ষণসহ সারাদেশে নারী নিগ্রহের ঘটনা জনমনে নিরাপত্তাহীনতা এবং ভীতি তৈরি করেছে।
গণঅভ্যুত্থানে অসংখ্য নারী রাস্তায় ফ্যাসিস্ট শক্তির মুখোমুখি দাঁড়িয়ে বীরত্বপূর্ণ লড়াই করেছে। গণঅভ্যুত্থানের এই সরকার নারীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হল। পূর্বের সরকারের আমলেও আমরা দেখেছি নারী নিপীড়ন, নির্যাতনের ঘটনার কোনো প্রতিকার হয়নি, অপরাধী শাস্তি পায় নি। আমরা দুঃখজনক ভাবে দেখছি এই সরকারও একই রাস্তায় হাঁটছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা উপরন্তু দায় এড়িয়ে বললেন “এমন ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে” যা ন্যাক্কারজনক। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবিলম্বে ধর্ষক ও নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.