টসে হারলো বাংলাদেশ, বাদ সৌম্য-তানজিম

রাওয়ালপিন্ডিতে নিউজিল‍্যান্ডের বিপক্ষে টিকে থাকার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলেই চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত। এমন ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

পায়ের পেশির চোটের কারণে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও খেলা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সুযোগ পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা।

তাদের দুজনকে জায়গা দিতে বাদ দেয়া হয়েছে ওপেনার সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিব। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও দুটি পরিবর্তন এনেছে। নাথান স্মিথের জায়গায় সুযোগ পেয়েছেন কাইল জেমিসন। চোট কাটিয়ে ফিরেছেন রাচিন রবীন্দ্রও।

বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড- উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রুর্কি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.