নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে বোমা হামলার হুমকি, রোমে জরুরি অবতরণ

বোমা হামলার হুমকির খবরে ইতালির রোমে বাধ্য হয়ে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে পরিচালিত আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

আমেরিকান এয়ারলাইনসের এএ ২৯২ ফ্লাইটটি ২২ ফেব্রুয়ারি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল এবং দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে ফ্লাইটটি বাধ্য হয়ে রোমে ফিউমিকিনো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বোয়িং প্লেনটিতে ১৯৯ যাত্রী ও ক্রু সদস্য ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর, কাস্পিয়ান সাগর পারের সময় ই-মেইলের মাধ্যমে হুমকির সংবাদ আসে। নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ফ্লাইটটি লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিকিনো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তির পর, ফ্লাইটটি দিল্লির উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে।

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ এ ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীর সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.