আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার এ সাক্ষাতের পর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের গুঞ্জন ওঠে। কারণ কয়দিন ধরেই গণমাধ্যমের খবর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা।
যদিও নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ।
এ ছাড়া দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খবরটা সঠিক নয়। তবে উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন।
তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.