ইরানের চাবাহার শহরে ইসলামিক বিপ্লব হাউজিং ফাউন্ডেশনের সদর দফতরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা মেহের।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একে একটি নাশকতামূলক হামলা বলে মনে করা হচ্ছে। তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি লক্ষ্যবস্তু ছিল না।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগেই কর্মচারীরা ভবনটি ছেড়ে চলে যান এবং এরপর সেখানে সাউন্ড বোমা বা অনুরূপ কোনো বিস্ফোরক বিস্ফোরিত হয়।
এ ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.