ময়মনসিংহের ভালুকায় ১৫ কেজি গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ফুজিলা বেগম (৬০) নামে এক মাদক কারবারি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুজিলা বেগম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর গ্রামের সামছু মিয়ার স্ত্রী।
এ বিষয়ে ময়মনসিংহ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, ফুজিলা বেগম দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাদক কেনাবেচা করতেন। শুক্রবার তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ভালুকায় এসেছিলেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে অভিযান চালায় র্যাব। এ সময় ফুজিলাকে গ্রেপ্তার করে তার সঙ্গে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.