আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো আইসিএসবি

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করে। সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে দিবসটি শুরু হয় এবং ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট; মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার; মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য; মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য; শেখ আজিজুল হক এফসিএস; চেয়ারম্যান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি; শেখ  মোঃ সরফরাজ হোসেন এফসিএস, মোঃ আহসান হাবীব এফসিএস এবং মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস।

আইসিএসবি-এর কাউন্সিল সদস্য, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি-এর সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ ব্যানার ও পুষ্পস্তবক সহ আইসিএসবি-এর ক্যাম্পাস থেকে প্রভাত ফেরী নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.