বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকেই কফিনে বন্দি চারটি মৃতদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চার নিহত জিম্মি হলেন- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ নিশ্চিত করেছে, রেড ক্রস ‘নিহত জিম্মিদের চারটি কফিন তুলে নিয়েছে।’ এখন তাদের গাজায় ইসরাইল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে।
লাশগুলো দেখতে ভিড় জমায় স্থানীয় গাজাবাসী। এসময় রেড ক্রসের গাড়িতে করা মৃতদেহগুলো নিয়ে যেতে দেখতে রাস্তার পাশে জড়ো হয় জনতা।
এদিকে চার জিম্মির মৃতদেহ রেড ক্রসে স্থানান্তর করার কিছুক্ষণ আগে হামাস দাবি করেছে, তারা নিহত ওই চার জিম্মিদের বাঁচিয়ে রাখতে ‘নিজেদের সাধ্যের সবকিছু করেছে।’ সেই সঙ্গে তারা বলেছেন, যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছে।
হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের নৃশংস এবং ক্রমাগত বোমাবর্ষণ তাদের সকল জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হতে বাধা দিয়েছে। তাদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই আমরা বেশি খুশি হতাম। আপনি এমন এক নেতৃত্বের শিকার যে তার সন্তানদের যত্ন নেয় না।’
جثث الاسرى الصهاينة الأربعة استعدادا لتسليمهم في جنوب قطاع غزة الآن 🇵🇸🔻 pic.twitter.com/5Fj5yiGsC3
— غزة الآن – Gaza Now (@nowgnna) February 20, 2025
⚡️Photos from the handover of the 4 Israeli captives killed in Gaza by an Israeli bombing in Khan Younis, southern Gaza. pic.twitter.com/NRP2m7FONY
— Warfare Analysis (@warfareanalysis) February 20, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.