যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে একসঙ্গে ইসরাইলের সব জিম্মিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয় তাহলে নতুন এই প্রস্তাব বাস্তবায়ন করবে হামাস। মধ্যস্থতাকারীদের অনুরোধে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দ্বিগুণ করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনারও দাবি করেছে সংগঠনটি।
এই প্রস্তাবের পাশাপাশি গাজা থেকে হামাসকে নির্মুলে ইসরাইলের যে পরিকল্পনা রয়েছে তার প্রচণ্ড বিরোধিতা করেছেন হামাসের এই নেতা। বিষয়টিকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। হাজেম কাসেম বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল। হামাসকে নিরস্ত্রীকরণ তো দূরের কথা প্রতিরোধ সংগ্রামও চলমান থাকবে।
ইসরাইলি বন্দী মুক্তির এই প্রস্তাবে এখনো সায় দেয়নি ইসরাইল। সোমবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.