ডিবি হারুন ও তাঁর ভাইয়ের ১৩০ বিঘা জমি জব্দের আদেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের নামে ১০০ বিঘা ও তার ভাই শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে হারুনের ১০টি ও শাহারিয়ারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

আদালত সূত্রে জানা গেছে, জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে হারুনের নামে ঢাকার উত্তরায় ৭.৪৫ কাঠা জমিতে তিন কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে। গুলশানে ১০.৩৬ শতক জমিতে তিন কোটি ৯৭ লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে। এ ছাড়া সেমি পাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান ও সেমি পাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে। হারুনের নামে উত্তরায় ১০ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয় তালায় একটি ফ্ল্যাট ও জোয়ারসাহারায় ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে।

এই দুই ফ্ল্যাটসহ আশিয়ান সিটিতে হারুনের নামে পাঁচ কাঠার একটি প্লট রয়েছে। একই সঙ্গে হারুনের ১০টি ও শাহরিয়ারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি শাহরিয়ারের তিনটি কম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুটি আবেদনে তাঁদের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে আসামি হারুন অর রশীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.