সার্ভিস পেমেন্ট পাঠাতে বিদেশি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুবিধা 

বাংলাদেশে বিদেশি কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই তাদের বিদেশি মূল কোম্পানির কাছে বিভিন্ন ধরনের সার্ভিস পেমেন্ট পাঠাতে পারবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের অনুমোদিত ডিলারকে এই নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়, সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো তাদের বিদেশি মূল কোম্পানির কাছে পাঠানো সার্ভিস পেমেন্টের পরিমাণ (উৎস কর কর্তনের আগে) তাদের মোট নিট মুনাফার ১০ শতাংশের বেশি হতে পারবে না।

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সেই সেবাগুলো বিদেশি মূল কোম্পানি থেকে গ্রহণ করতে পারবে, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না।

সার্কুলারে বলা হয়,  মূল কোম্পানি যদি তাদের শেয়ারহোল্ডিংয়ের মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সিদ্ধান্ত, সেবা প্রদান বা অন্যান্য কার্যক্রম নিয়ন্ত্রণ করে (৫০ শতাংশের বেশি শেয়ারহোল্ডিং), তবে তারা সার্ভিস পেমেন্ট পাঠাতে পারবে।

ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে সার্ভিস পেমেন্টের জন্য যথাযথ চুক্তি ও চালান রয়েছে, সেবাগুলোর মূল্য প্রতিযোগিতামূলক, ট্যাক্স বিধিমালা (উৎস কর, ভ্যাট এবং স্থানান্তর মূল্য) মেনে চলা হচ্ছে, সেবা পেমেন্টের জন্য নির্ধারিত মুনাফা অনুমান নিরীক্ষক দ্বারা যাচাই করা হয়েছে এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পরবর্তী বছরে অতিরিক্ত অর্থ প্রদানের ক্ষেত্রে সমন্বয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

ব্যাংকগুলোকে অনলাইন রিপোর্টিং মডিউল এবং মাসিক বিবরণীতে লেনদেনের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

যদি সার্ভিস পেমেন্ট নির্ধারিত সীমার চেয়ে বেশি হয়, তবে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে তাদের মনোনীত ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট ডকুমেন্টসহ আবেদন করতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.