গ্রাহকদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর ইউনিয়ন ব্যাংক

প্রতিষ্ঠালগ্ন থেকেই শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি সর্বস্তরের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং খাতে উজ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

ব্যাংকের আমানত, আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এবং এর সুফল গ্রাহকগণ পাচ্ছেন। এ সফলতার মাধ্যমে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের ১৭৪ টি শাখা ও উপশাখায় সংশ্লিষ্ট সবাইকে সেবা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.