আইসিবির নতুন এমডি নিরঞ্জন চন্দ্র

রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তে নতুন ব্যবস্থাপনা নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ আইসিবির নতুন এমডি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিরঞ্জন চন্দ্র দেবনাথের আগে আবুল হোসেন আইসিবির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জানা গেছে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংকে সহকারী ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেতে পেতে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা পদে আসীন হন। ২০২৩ সালের মে মাসে তাকে পদোন্নতি দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস থেকে সিএমএ ডিগ্রি সম্পন্ন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.