লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর এক ড্রোন হামলায় নিজের একজন সিনিয়র কমান্ডার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।
এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্যসাগর উপকূলীয় শহর সিডনে এক বিমান হামলায় তাদের কমান্ডার মোহাম্মাদ শাহিন শহীদ হয়েছে।
বিবৃতিতে শাহীনের শাহাদাতে শোক প্রকাশ করে ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগ্রামে তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা তুফান নামক যে আকস্মিক ও বিশাল অভিযান চালানো হয় তাতে মোহাম্মাদ শাহিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেইসঙ্গে বিগত ১৬ মাসের গাজা যুদ্ধেও তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন।
এর আগে গতকাল ইসরাইলের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, তারা লেবাননে ‘হামাসের অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান’ মোহাম্মাদ শাহিনকে হত্যা করেছে।
তারা দাবি করেছে, শাহিন লেবানন থেকে ইসরাইলি অভিবাসীদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। ইসরাইলি বাহিনী ও শিন বেত আরো বলেছে, লেবানন থেকে ইসরাইলে চালানো রকেট হামলায় শাহিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। পার্সটুডে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.