যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই যুদ্ধে আহতের সংখ্যা ১,১১,৬৯৩ জনে পৌঁছেছে।
সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় ৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.