বয়স ৪০ হয়ে গেলেও এখনো বেশ ফিট মোহাম্মদ নবি। দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, জাতীয় দলেও পারফর্ম করছেন। অবসর কবে নেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি আফগানিস্তানের এই অলরাউন্ডার।
ক্যারিয়ারে বাকি নেই বেশি সময়। বয়সের কারণে অবধারিতভাবেই থামতে হবে আফগান ক্রিকেটের এই তারকাকে। তবে এই কম সময়ের মধ্যে অন্তত একটি ম্যাচে ছেলে হাসান ইশাখিলের সঙ্গে মাঠে নামতে চান বলে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নবি।
গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন হাসান। নিজে কবে থামবেন সেটার সিদ্ধান্ত এখনও না নিলেও ছেলেকে অবশ্য কোনও লক্ষ্যও বেঁধে দিচ্ছেন না তিনি। নবি বলেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি। আমি চাই সে নিজে তার লক্ষ্য ঠিক করুক। যদি সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে চায়, ৫০-৬০ রান যথেষ্ট নয়, আপনাকে এক শর বেশি রান করতে হবে। সে আমার কথা শুনে ও নিজেকে সব সময় এগিয়ে নিতে চায়। যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাকে ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেবে এমন পরামর্শ দিই।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নবির অবসরে যাওয়ার কথা কিছুদিন আগেই জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। নবি অবশ্য বলেন, ‘এটা হয়তো আমার শেষ আন্তর্জাতিক ওয়ানডে নয়। হয়তো কম ওয়ানডে খেলব ও তরুণদের সুযোগ করে দেব। আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো হাই–লেভেল ম্যাচগুলো খেলব, দেখা যাক। আমার ফিটনেসের ওপরই নির্ভর করবে।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.