বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট ২৫ জন মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে কক্সবাজারের চকরিয়ার ইদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মুক্তি পাওয়া শ্রমিকদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যংগার বিল এলাকার বাসিন্দা মো. ফারুক, মো. আইয়ুব আলী, মো. ছিদ্দিক, মো. আব্দুল খালেক ও আবদুল মাজেদ। উপজেলার আলিখ্যং এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম, মোবারক, মো. হারুন, রমিজ উদ্দিন, ছৈয়দ নুর, মো. কায়সার, মো. মনির হোসেন ও মো. ইমরান। কক্সবাজার জেলার ইদগড় ইউনিয়নের মঞ্জুর, আফসার আলী, খায়রুল আমিন, আবু বক্কর, মো. আবদুর রাজ্জাক ও মুবিনসহ আরও ছয়জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুংঝিরিপাড়া থেকে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবারশ্রমিক পালিয়ে আসেন। অবশেষে অপহরণের ৩ দিন পর আজ সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
অপহৃতদের স্বজনরা জানান, শ্রমিকদের মুক্তির বিনিময়ে অপহরণকারীদের ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য বলা হয়েছে। বর্তমানে সবাই কক্সবাজারের চকরিয়ার ইদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার বলেন, আজ সকালে অপহৃত শ্রমিকরা সবাই ফিরে এসেছেন বলে শুনেছি। তবে তারা কোথায় আছেন জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মুক্তিপণের বিষয়টিও জানা নেই বলেন জানান তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.