চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ ‘এ’ দলের আদলে সাজানো পাকিস্তান শাহীন্স। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ ওভারে ৬০ রান তুলতেই বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ফেলেছে। সৌম্য সরকার ৩৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে তানজিদ হাসান ৬ রান করে আউট হয়েছেন আলী রেজার বলে। আর নাজমুল হোসেন শান্ত করেন ১২ রান।
২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৪। দারুণ খেলতে থাকা সৌম্য সরকার ৩৫ রান করে রান আউট হয়েছেন। তবে এখনও ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত ৩০ রানে। আর ১৩ রান করে তার সঙ্গী তাওহীদ হৃদয়। ২০ ওভারের পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। তাওহীদ হৃদয় ফিরেন ১৯ রান করে। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন ৪৪ রান করে। মুশফিকুর রহিমও ব্যর্থ হয়েছেন এই ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। অন্যদিকে জাকের আলী আউট হয়েছেন শূন্য রানে।
বাংলাদেশ শেষ পর্যন্ত ২০২ রান করতে পেরেছে। নাসুম আহমেদ শেষদিকে নেমে ১৬ বলে ১৫ রান করেন। আর তাসকিন আহমেদের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪ রান। এর আগে তানজিম সাকিব ২৭ বলে ৩০ রান করে কোনো মতে বাংলাদেশ ২০০ পার করেন। পাকিস্তান শাহীন্সের ওসামা মীরের ঝুলিতেই গেছে ৪ উইকেট।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.