সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তারের সংখ্যা চার হাজার ৭৯০ জন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টসহ সারা দেশে মোট এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর দুর্বৃত্তদের হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.