আমার কথা লিখে রাখুন, বাবর পারফর্ম করবে: আমির

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলটির ওপেনার সাইম আইয়ুব চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এর ফলে বাধ্য হয়ে ওপেনিংয়ে নামতে হচ্ছে বাবরকে। নতুন ভূমিকায় ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে এই ব্যাটারকে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও কোনো বড় ইনিংস খেলতে পারেননি বাবর। এখন পর্যন্ত পাঁচবার ওপেনিংয়ে নেমে বাবর করেছেন মাত্র ৮৮ রান।

অবশ্য তাতেও উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। আমির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ, আমার কথা লিখে রাখুন।’

এ কথা মনে করিয়ে নিয়ে আমির একদিন আগেই বলেন, ‘বাবরের শক্তির জায়গা ৩ নম্বর পজিশন। তিনি জানেন এই পজিশনে কীভাবে ইনিংস গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনার এবং ওয়ানডে বা টেস্ট ওপেনারের ভূমিকায় পার্থক্য রয়েছে। ওয়ানডেতে প্রথম ১০ ওভারে সতর্ক থাকতে হয়, পরের ১০ ওভারে জুটি গড়তে হয়। ভূমিকা ভিন্ন। বাবর একজন বড় খেলোয়াড়, তবে আমার মনে হয় তাকে ৩ নম্বরে ব্যাটিং করাই উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে (২০১৭ সালে) পাকিস্তান দল সারফারাজ আহমেদের নেতৃত্বে শিরোপা জিতেছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দীর্ঘ আট বছর পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.