এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুমিল্লার বার্ডে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা) এবং সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা এবং মোঃ মইদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং কুমিল্লা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বাস্তবতার নীরিখে পরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী পরিপালনের পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি ক্ষুদ্র গ্রাহকদেরকে বিশেষভাবে গুরুত্ব প্রদানের জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান এবং চলমান বছরে এক্সিম ব্যাংককে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়ার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.