সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ওই আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ আছে।
রোববার আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ছেইন এ্যাপারেলস লিমিটেড কারখানার কয়েক শত শ্রমিক।
শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনো দেওয়া হয়নি। মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন না দেওয়ায় গত ৯ ফেব্রুয়ারি থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। এ কারণে গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গত ১৩ ফেব্রুয়ারি কারখানায় আবার ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির নোটিশ দেওয়া হয়। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, ‘ব্যাংক সুবিধা পাচ্ছি না। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতিতে ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে না। কারখানায় ১৮ শ শ্রমিক আছে। মালিক কারখানা পরিচালনার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। এ কারণে মালিক নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে শ্রমিকদের গত ডিসেম্বরের বেতন দিয়েছেন। তবে এ মাসে শ্রমিকরা ৮ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করায় রপ্তানি আটকে গেছে। সময় মতো দিতে না রপ্তানি বাতিল হবে। সে ক্ষেত্রে বেতন দেওয়া আরও কঠিন হয়ে পড়বে।’
আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশ আছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে। বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.