ওসমানীর মৃত্যুবার্ষিকীতে গার্ড অব অনার দিলো সেনাবাহিনী

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেনাবাহিনী। এসময় তাঁর উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদাণ করা হয়।

সিলেট শাহজালাল মাজারে জেনারেল এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এই অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর অন্যান্য পদবীর সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.