আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

রাজধানীর আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিউলি আক্তার নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইন্সস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দগ্ধদের মধ্যে আরও ৩ জনের অবস্থা গুরুতর। বাকিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার রাতে আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ হয় দুই ভাইয়ের পরিবারের ১১ জন সদস্য। দগ্ধদের মধ্যে ৪ শিশু রয়েছে।

জানা গেছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াশা তৈরি হলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তের তথ্য মতে, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্পার্কের সংস্পর্শে বিস্ফোরণ ঘটেছে বলে তারা জানান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.