সাভারে সিলিন্ডার নয়, গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণ

ঢাকার সাভারে শবেবরাত উপলক্ষে পিঠা তৈরির সময় বিস্ফোরণে ১১ জন দগ্ধ হন। তবে প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের কথা জানা গেলেও পরবর্তীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকায় আমজাদ হোসেনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্লাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াশা তৈরি হলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তের তথ্য মতে, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্পার্কের সংস্পর্শে বিস্ফোরণ ঘটেছে বলে তারা জানান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে জানা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ ওই বাসায় থাকা দুটি সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে বিস্ফোরণে কক্ষের দরজা ভেঙ্গে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.