পাবনায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

পাবনার সাঁথিয়ায় ভাড়ার কথা বলে সুজল নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সুজল (৩৯) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় ও পরিবার জানায়, সুজল সম্প্রতি প্রায় এক লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কিনে। শুক্রবার রাতে ভাড়ার কথা বলে মোবাইলফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। পরে তার ফোন বন্ধ থাকে। পরে শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় সনাক্ত করে ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.