আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ব্যাংকে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) আইএসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, সরকারি ব্যাংকের সামনে বেতন নিতে জমায়েত ‘তালেবান মিলিশিয়া’দের উদ্দেশ করে এই হামলা পরিচালনা করা হয়।
২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর থেকে দেশটিতে সংঘাতের ঘটনা কমেছে। তবে, বিরোধী সংগঠন আইএস তালেবান সরকারকে চ্যালেঞ্জ করে আফগানিস্তানে প্রায়ই বন্দুক ও বোমা হামলা চালায়।
এর আগে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) কুন্দুজে একটা ব্যাংকের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
এই হামলায় বুধবার সংগৃহীত সর্বশেষ খবর অনুযায়ী, আটজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতে, এই ঘটনায় ১০জন নিহত হয়েছেন।
দায়ও স্বীকার করে আইএস। এই হামলাও একটি ব্যাংকের বাইরে সংঘটিত হয়।
এ ছাড়া ২০২৪ সালে দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে বোমা হামলার পাশাপাশি গত ডিসেম্বরে রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহতের দায়ও স্বীকার করে ইসলামিক স্টেট।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.