জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট, আর হারলে বাদ! সাউথ আফ্রিকার বিপক্ষে এ রকম সমীকরণই ছিল পাকিস্তানের। আর এমন ম্যাচেই রেকর্ড ৩৫২ রান তাড়া করে জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচ শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি রিজওয়ান।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান জিতেছে রেকর্ড গড়ে। অথচ পাকিস্তান আগে কখনোই সাড়ে তিন শ রান তাড়া করে জিতেনি। ছয় বল এবং ছয় উইকেট হাতে রেখেই জিতেছে রিজওয়ানের দল। রান তাড়ায় ৯১ রানে তিন উইকেট হারালেও অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আঘা ২৬০ রানের জুটি গড়েন। যা ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। সালমান ১০৩ বলে ১৩৪ রানে ফিরে গেলেও রিজওয়ান করেন ১২৮ বলে অপরাজিত ১২২ রান।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’
তবে ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দেন তিনি, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।’
১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বে পাকিস্তানের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ ও ভারত।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.