ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। তাঁকে আগামী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এজাজকে নিয়োগ দেওয়া হয়।
এজাজ গণমাধ্যমকে বলেন, “আগামীকাল অফিশিয়ালি জয়েন করব এবং রোববার থেকে অফিস শুরু করবো। শুরুতেই আমি মোহাম্মদপুরের চব্বিশের গণ-আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবো। আমি সবার সহযোগিতায় কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্যই হচ্ছে— এই শহরের মধ্যে বৈষম্য কমানো। সবাই যেভাবে ঢাকাকে দেখে, আমি সেভাবে দেখি না। আমি পুরো কার্যক্রম গণতান্ত্রিক উপায়ে করতে চাই।”



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.