গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল-হাইয়্যা। তিনি বলেন, আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে যেভাবে তাদের আগে আরো অনেক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি।
ইরানের ইসলামি বিপ্লবের ৪৬তম বিজয়বার্ষিকীর শোভাযাত্রা শেষে রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে সমবেত লাখো জনতার উদ্দেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার ট্রাম্প তার জন্য নির্ধারিত রাষ্ট্রীয় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার আগের একটি দাবির পুনরাবৃত্তি করে বলেন, তিনি গাজা উপত্যকাকে কিনে এর মালিকানা নিতে বদ্ধপরিকর। গাজার কোনো কোনো অংশ পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ যাতে পুনঃনির্মাণ করে দিতে পারে তিনি সে ব্যবস্থা করে দেয়ারও আশ্বাস দেন।
ট্রাম্প গত কিছুদিন ধরে গাজা নিয়ে যে পরিকল্পনা তুলে ধরছেন তা হচ্ছে, তিনি গাজার ২৩ লাখ অধিবাসীকে এখান থেকে বিতাড়িত করে উপত্যকাটিকে একটি পর্যটন হাবে পরিণত করবেন এবং আমেরিকার মালিকানায় নিয়ে নেবেন।
তার এ দুরভিসন্ধির জবাবে হামাস এক বিবৃতিতে বলেছে, রিয়াল স্টেট ডিলারের মতো ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে। এ ছাড়া হামাস নেতা ইজ্জাত আর-রিশক মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে বলেছেন, ফিলিস্তিনসহ গোটা পশ্চিম এশিয়া অঞ্চল সম্পর্কে একজন অজ্ঞ ব্যক্তির মুখ দিয়েই এমন কথা বের হতে পারে। তিনি বলেন, গাজা কেনাবেচা করার মতো কোনো ভূখণ্ড নয়। এটি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.