স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।
বলা হয়েছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমেরিকায় স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে। বস্তুত, নির্বাচনি প্রচারের সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি একাজ করবেন।
ট্রাম্পের বক্তব্য, আমেরিকা থেকে এই দুই পণ্য বিদেশে গেলে রপ্তানি শুল্ক দিতে হয়। সে কারণে তিনিও ওই একই শুল্ক ধার্ষ করবেন। গাড়ির যন্ত্রাংশ, ওষুধ এবং কম্পিউটার চিপের উপরেও একইরকম শুল্ক ধার্ষ করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অটোমোবাইল, ওষুধপত্র ও কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়েও ইঙ্গিত দেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমেরিকায় আসা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে।
ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের এই পদক্ষেপ মেনে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এদিনই আমেরিকার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইউরোপ রওনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার কথা। যার মধ্যে অন্যতম আলোচনার বিষয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তবে ওই বৈঠকে ট্রাম্পের শুল্কনীতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন, মার্কিন শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। এ পরিস্থিতির মোকাবেলায় এবং শত্রু-মিত্রদের হাত থেকে দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি বড় রকমের শুল্ক আরোপের পক্ষে।
এদিকে সোমবার গুগল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে গুগল ম্যাপে মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকোর নাম বদল করা হয়েছে। আমেরিকায় গুগল ম্যাপ খুললে গালফ অফ আমেরিকা দেখা যাবে। মেক্সিকোতে ম্যাপ খুললে অবশ্য গালফ অ্ফ মেক্সিকোই দেখা যাবে। পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে ম্যাপ খুললে গালফ অফ মেক্সিকো লেখা থাকবে, পাশে ব্র্যাকেটে আমেরিকা উপসাগর লেখা থাকবে। অ্যাপেল ম্যাপে অবশ্য এখনো মেক্সিকো উপসাগরের নামের কোনো পরিবর্তন করা হয়নি। সূত্র: পার্সটুডে, ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.