চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় খানিকটা কমেছে। সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে তা ১ দশমিক ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশে। এ ছাড়া মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থসামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস। তন্মধ্যে স্কুল দেশের মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।
সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে।
বিবিএস আরও জানায়, সাময়িক হিসাব অনুযায়ী টাকার অঙ্কও কমেছে। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। কয়েক বছর ধরে কমছে মাথাপিছু আয়। ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২১-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.