প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে।

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.