লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে দুদকের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে ব্যাংকে প্রবেশ করে তারা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ৩৫ কর্মকর্তার ব্যক্তিগত লকার খুলে তাদের সম্পদ পরীক্ষা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, শেয়ারবাজার থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া, রিজার্ভের অর্থ তছরুপ এবং সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এর আগে, ৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে লকার খোলার অনুমতি দেন। এরও আগে আদালতের অনুমতি নিয়ে এসব কর্মকর্তার লকারগুলো ফ্রিজ করা হয়।
উল্লেখ্য, এর আগে দুদক সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার থেকে চার কোটি ৬৯ লাখ টাকার সম্পদ উদ্ধার করে। এর পর আরও ৩৫ কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.