ঢাকা ট্রাভেল মার্ট -২০২৫ এর তিনদিন ব্যাপি এই প্রদর্শনীর আজ ছিল শেষ দিন। শেষ দিনে মালয়েশিয়ার প্যাভিলিয়নে প্রচুর দর্শনার্থির সমাগম হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।
টুরিজম মালয়েশিয়ার কেপিজে মালয়েশিয়ার সাথে যৌথ ভাবে এ মেলায় উপস্থিতি বাংলাদেশের ভ্রমন পিপাসু ও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে মালেয়শিয়া গমনেচছু দের মাঝে ব্যাপক সারা ফেলেছে।
তিনদিন ব্যাপি এই প্রদর্শনী মালয়শিয়ার আকর্ষনীয় পর্যটন শিল্পের প্রচারণার জন্য একটি কার্যকর আয়োজন হিসেবে প্রতীয়মান হয়েছে, যা দর্শনার্থীদের জন্যও মালয়েশিয়ার নানান তথ্য প্রাপ্তিতে একটি উপযুক্ত সুযোগ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্যাভিলিয়নের কর্মকর্তারা।
তারা টুরিজম মালায়েশিয়া বিষয়ক দর্শনার্থীদের নানান প্রয়োজনীয় তথ্যের চাহিদা পুরনে তৎপর ছিলেন।
কেপিজে মালয়েশিয়া এই মেলাতে তাদের হেলথ স্ক্রিনিং এ ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার এর সুযোগ দেয় যা খুব আলোচিত হয় এবং প্রচুর দর্শনার্থী তা গ্রহন করে।
কেপিজে মালয়েশিয়া বাংলাদেশ এ তথ্য প্রদান এর জন্য এজেন্ট অফিস রয়েছে। ‘ডেসটিনেশন মালয়েশিয়’এ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং যে কোন তথ্যের জন্য জনাব আরিফ সাইদ এর সাথে যোগাযোগ করা যেতে পারে ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.