নীলফামারী সদরের টেলাপীর এলাকার রেলক্রসিং ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চিলাহাটি অভিমুখী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
রমিদুল ইসলাম জেলা সদরের কাদিখোল এলাকার মাহাবুব রহমানের ছেলে। তিনি আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.