বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোরে সারা বিশ্বের মধ্যে দূষিত বাতাসের শহরে আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার বাতাসকে ১৭৬ একিউআই স্কোর দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
তাই ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর।
একই সময়ে পাকিস্তানের লাহোর ২১১ একিউআই স্কোর নিয়ে প্রথম, মায়ানমারের ইয়াঙ্গুন ১৯৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় এবং সেনেগালের ডাকার ১৮২ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে।
যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.