ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলের কারাগারে আটক ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই বন্দিদের মুক্তির বিনিময়ে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। এটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় তাদের মুক্তি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

হামাসের মিডিয়া দপ্তর জানায়, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, ৫৪ জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন এবং ১১১ জন গাজায় যুদ্ধের সময় আটক হয়েছিল।

এদিকে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি তিন বন্দির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি এবং এরা সবাই বেসামরিক ব্যক্তি। যারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় আটক হয়েছিলেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে এটি চতুর্থ বন্দিবিনিময়। এর আগে ১৩ ইসরায়েলি বন্দি ও ৫৮৩ ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কারণে চুক্তির ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা অনেকেই জাতীয় নির্মূলের শামিল বলে মন্তব্য করেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.